শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

জলাবদ্ধতা নিরসনের খালের দাবিতে খানপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে এতিমখানা ও আলিম মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বাজার মসজিদ ও মৎস্য ঘের এর জলাবদ্ধতা নিরসনের পূর্ব বিলে একটি নালা খাল এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, খানপুর, রইচপুর প্রতি বছর বোরো মৌসুমিতে জলবদ্ধতার কারনে হাজার হাজার বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এমন কি খানপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ও খানপুর ঈদগাহ ময়দান, এবং খানপুর এতিমখানায় এই জলাবদ্ধতায় কারণে ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পার্শ্ববর্তী গ্রাম রইচপুর সংলগ্ন একটি প্রবাহমান খাল আছে, যাহা আলীপুর থেকে রইচপুর ও পরান্দাহ গ্রাম দিয়ে প্রবাহমান আছে। এ খালের পার্শ্ববর্তী কিছু স্বার্থয়েষী প্রভাবশালী মহল টাকার বিনিময়ে পানি সরিয়ে স্বার্থ হাসিল করলেও অনেকেই বঞ্চিত হয় ও দূরবর্তী ঘেরগুলো আরও জলাবদ্ধতার প্রকট আকার ধারণ করে।

এ সময় কয়েকজন ঘের মালিক ও গ্রামবাসীরা বলেন, গিয়াস উদ্দিন, তপন কুমার বিশ্বাস, শাহাদাত হোসাইন, মাদ্রাসার ছাত্ররা, ও খানপুর এতিমখানার হুজুর জানান খানপুর ও রইচপুর গ্রামের বিস্তৃর্ণ বিলের মধ্যভাগ দিয়ে পানি নিষ্কাষণের জন্য একটি নালা খাল প্রয়োজন। যাহা পার্শ্ববর্তী রইচপুর গ্রামের প্রবাহমান খালের সাথে সংযুক্ত হবে।

এই পানি নিষ্কাশন জন্য আমরাও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দরখাস্ত দিয়েছি, এবং আমরা চাই, পানি নিষ্কাশনের জন্য এই খালটা অতি প্রয়োজন তাহা না হলে পানি নিষ্কাশনের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক বছরে।

গ্রাম্য ডাক্তার মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন আগে খানপুর ও রইচপুর সড়কের মধ্য ভাগে একটি কালভাট নির্মান করা হয়েছিল কিন্তু স্বার্থভোগি মানুষের কারণে কালভাটটি সম্পূর্ণ বন্ধ আছো, এই কালভার্ট বরাবর খানপুর ও রইচপুরের বিস্তৃরূণ মাঠের মধ্যভাগ দিয়ে উত্তর দিকে রইচপুর প্রবাহমান খালের সাথে সংযোগ রয়েছে অপর দিকে খানপুর ও রইচপুর পাঁচানী মাঠ দিয়ে দক্ষিণ দিকে রইচপুর প্রবাহমান খালের সাথে সংযোগ স্থাপন করার জন্য এলাকার বাসিন্দাদের প্রাণের দাবি।

তিনি আরও বলেন, খাল ও নালা স্থাপনের মাধ্যমে অত্র এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে সেই ব্যবস্থার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এলাকার অধিকাংশ ঘের মালিকদের দাবি দূরত্ব এই পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা হয় এটাই আমাদের প্রাণের দাবি। আর কিছু সংখ্যক মানুষের বাধা দেওয়ার কারণে পানি নিষ্কাশনের সুব্যবস্থা হচ্ছে না আমরা চাই দরখাস্ত বরাবর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com