শনিবার (১৭ মে) সকালে ১১ টার দিক সাতক্ষীরা সদরের আলিপুর চেক পোস্ট এলাকা থেকে নেতাকর্মীরা শোডাউন বের করে।এই শোডাউনে বিপুল সংখ্যক তরুণ ও প্রবীণ নেতাকর্মী যোগ দেয়।
এসময় আলিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সভাপতি হাজিউজ্জামান বাদশা,সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চান্দু, যুবদল নেতা নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আহসানুল্লাহ, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জিকু’সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ বলেন, “আমরা একসঙ্গে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।আমাদের তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার জন্য আমাদের যা যা করণীয় তা আমরা করবো ইনশাআল্লাহ।আমরা তারেক রহমানকে আগামীর রাষ্ট্র নায়ক হিসেবে দেখতে চায়।এদেশকে আবার ঢেলে ভালভাবে সাজিয়ে আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি”।