এদিকে, আমের রাজধানী খ্যাত সাতক্ষীরায় প্রশাসনের তৈরীকৃত আম ক্যালেন্ডার বিপর্যয় ঘটার তথ্যবহুল সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির টেলিভিশন যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম। সংবাদ প্রকাশে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সর্বশেষে তথ্য মতে জেলা প্রশাসক বুধবার সন্ধ্যায় জরুরী বৈঠক বসিয়ে আম ক্যালেন্ডার বিপর্যয় থেকে উত্তরণের কারণে ও হিম সাগর আম আবহাওয়ার কারণে পাকতে শুরু করায় আগামী ২০ তারিখের পরিবর্তে ১৫ তারিখ থেকে হিম সাগর আম সংগ্রহ করা অনুমতি প্রদান করেন।