মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২ টা দিকে খানপুর দাশ পাড়ায় উক্ত ঘটনা ঘটে। এতে প্রায় ১৩ হাজার বিচালীসহ পাশ্ববর্তী ঘওে রাখা কাঠ পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এব্যাপারে ভুক্তভোগি আদ্যনাথ দাশ জানান, দীর্ঘ দিন যাবত এলাকার কিছু লোকের সহিত তাদের শত্রুতা চলে আসছিল । তারই ধারাবাহিকতায় ওই সকল শত্রুরা তার বিচালী গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি আদ্যনাথ দাশ।
তালা ফায়ার ষ্টেশনের সাব অফিসার সরদার আব্দুল হান্নান জানান, খানপুর নতুন বাজারের পাশে বসত বাড়ির বিচালী গাদায় ভয়াবহ আগুন লাগে। খবর পাওয়া মাত্র তালা ফায়ার স্টেশনের প্রথম কল ও দ্বিতীয় কল গাড়ি দিয়ে অত্যান্ত দক্ষতার সাথে অগ্নি নির্বাপন করা হয়েছে।