বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০১:০০ অপরাহ্ন
নুরুল ইসলাম, খাজরা: আগামী ১৬মে খুলনায় শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে খাজরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সেমিনার সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ মে) বিকালে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে খাজরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাফসান জানি রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ।
খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কেসমত উল্লাহ তুহিন, উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম,খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, উপজেলা শ্রমিকদলের রুহুল আমিন, হোসেনুজ্জামান, খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন যুবদলের সোহাগ ইসলাম, সাইফুল ইসলাম, সোহেল হোসেন, আজিজুল ইসলাম,আলঅমিন হোসেন, রহিম ,শরিফসহ আরো অনেকে।
প্রস্তুতি সভায় সেমিনার সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।