শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

শীর্ষ মা’দ’ক কারবারি হালিম মাস্টারের সহযোগী বাবুল ১৭ বোতল উইনকেরেক্সসহ আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি আব্দুল হলিম মাস্টারের সহযোগী বাবুল নামের এক যুবককে ফেনন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল উইনকেরেক্স সহ আটক করেছে পুলিশ।

রোববার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলার আলিপুর এলাকার মাহমুদপুর নাটাপাড়া থেকে এই মাদক সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভোমরা সীমান্তের চিহ্নিত প্রভাবশালী মাদক চোরাকারবারি হালিম মাস্টার এমন কয়েক জনকে দিয়ে মাদকের এই ব্যবসা চালিয়ে আসছিলো অনেকদিন ধরে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল উইনকেরেক্স(wincerex) মাদক পরিবহনকালে মো: বাবুল(১৯) নামের এক যুবককে হাতেনাতে ধরা হয়েছে। তার পিতার নাম মুক্তার মোড়ল। সে মাহমুদপুর এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই সাব্বির রহমান জানান, গ্রেপ্তার যুবক বাবুল হোসেন হালিম মাস্টারের নির্দেশে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দিতো। দিনপ্রতি সে ৪০০ টাকার বিনিময়ে এই কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়া এজাহারে হালিম মাস্টারের নাম করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শামিনুল হক জানান, উইনকেরেক্স মাদকের মূল উপাদান কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড, যা ফেন্সিডিলেও রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে, মূল আসামীদের ধরা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com