শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের বাড়িতে হা’ম’লা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল হোসেনের নেতৃত্বে এক কৃষকের বাড়িতে হামলা ও পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে ) দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জেহের আলি মোড়লের ছেলে গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, ‘রেকর্ডিও ভিটাবাড়ী পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে পিতার আমল থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এমতাবস্থায় গত ৭মে বুধবার মাগুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল হোসেনের নেতৃত্বে ইব্রাহিম মোড়লের ছেলে ইয়াকুব আলী, মৃত আঃ রহমান গাজীর ছেলে মান্নান গাজী, সমোর উদ্দীন মোড়লের ছেলে আছাদুল মোড়ল, গফ্ফফার শেখ এর ছেলে আমিনুর রহমানসহ অজ্ঞাত কিছু লোক আমার বাড়ীতে হামলা করেন। আমি উপায়ন্তুর না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করি। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিত জানতে পেরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এভাবে ইতিপূর্বেও তারা এমন ধরনের হামলা চালায়।’
তিনি আরো বলেন, ‘এরপর গত ৮ মে বিজ্ঞ আদালতে আমার পক্ষে স্থিতি আদেশ দেন। যে আদেশটি তালা থানাতে জমা দেই। যার মামলা নং ৭৭৫/২৫। ওই আদেশটি থানা তাদেরকে দেওয়ার পরও কয়েকবার আমার বসত বাড়ীর উপর হামলা করে এবং সেখানে পাকা স্থাপনা তৈরী করার চেষ্টা করে। তবে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে বিভিন্ন প্রকার ভয় প্রদর্শন পূর্বক জীবন নাশের হুমকি প্রদান করিতেছে। আমি বসত ভিটা সহ জীবন হারানোর সংস্কায় আছি। তাই প্রশাসন সক্রিয় হস্তক্ষেপ না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। আমি বিষয়ে দেশবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রতিকার প্রার্থনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল হোসেন বলেন, ‘হামলাতো দুরের কথ আমি গোলাম মোস্তফার বাড়িতেই যায়নি। তবে জমি সংক্রান্ত বিষয়ের শালিসে থানায় গিয়েছিলাম। সেখানে মিমাংসা হয়েছিল। এরপর কি হয়েছে তা বলতে পারবোনা।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com