শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

পটুয়াখালীতে সালিশে ডেকে ভাইকে দিয়ে হা’ম’লা’র অভিযোগ মেম্বরের বিরুদ্ধে

সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ডেকে নিয়ে প্রতিপক্ষের ওপর ভাইকে দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনার সময় আহত হন মো. রুবেল ও মো. হানিফ নামের দুই ব্যক্তি, বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের অভিযোগ, মৌকরন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার বিরোধপূর্ণ জমির মীমাংসার আশ্বাস দিয়ে তাদের ঘটনাস্থলে ডেকে নেন। সেখানে উপস্থিত হয়ে তার ভাই রবীদুল চৌকিদারসহ ১০ থেকে ১৫ জন মিলে তাদের ওপর হামলা চালায়। পরে হাসপাতালে যাওয়ার পথে শ্রীরামপুর বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও হামলার শিকার হন তারা।

ভুক্তভোগী রুবেল জানান, “আমরা রশিদ চৌকিদারের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করি। দুই বছর আগে সেখানে গাছ লাগালে ছালাম চৌকিদার তা উপড়ে ফেলেন। বুধবার সকালে কলাগাছ রোপণ করতে গেলে বিরোধ শুরু হয়। ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি আমাদের সেখানে যেতে বলেন। উপস্থিত হয়েই তার ভাইসহ অন্যরা আমাদের মারধর করে।”

রুবেল আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইউপি সদস্যের কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি কোনো কার্যকর ভূমিকা না নিয়ে উল্টো তার ভাইকে জোরপূর্বক জমি দখলে রাখতে সহায়তা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবীদুল চৌকিদার বলেন, “আমি কলাগাছ রোপণ করেছি, তারা তা উপড়ে ফেলেছে। আমাকে মারধর করেছে, আমিও হাসপাতালে ভর্তি।”

ইউপি সদস্য সাইদুল চৌকিদার বলেন, “ওরা আমার ভাইকে মারধর করেছে। বাজারে একটু হাতাহাতি হয়েছে, তবে বড় ধরনের কিছু হয়নি।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com