নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে টনসিল অপারেশনের পর এক কিশোরীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা ও কিশোরীর স্বজনরা।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত তাসনিম নাহার খুশি (১৫) সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দারুল উলুম মাদ্রাসার হাফেজা বিভাগের ছাত্রী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুশির গলায় টনসিলজনিত সমস্যা থাকায় তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম অপারেশন করেন। শনিবার রাত ১০টার দিকে অপারেশন শেষে তাকে বেডে আনা হলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে।
রোগীর মা রিজিয়া খাতুন বলেন, ‘আমি বারবার নার্স ও ডাক্তারকে ডাকলেও তারা সময়মতো কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলাতেই আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ‘রোগীর স্বজনরা মৃতদেহ এম্বুলেন্সে করে থানায় নিয়ে আসেন। এবং পরে ন্যাশনাল হাসপাতালের সামনে যেয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের পরিচালক হাফিজুর রহমান ও ডা. জাহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই বা এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।