বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: দুটি দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন টিবি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোজ সরকার (৩০) সাতক্ষীরা সদরের ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে।
র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিবি(কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌঁণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ২ (দুই) টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।