শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া শ্রীপুর গ্রামে ভেজাল দুধ তৈরির সময় একটি কারখানায় অভিযান চালিয়ে সুজন ঘোষ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুজন ঘোষ ওই গ্রামের ভোলা ঘোষের ছেলে।
অভিযানে ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার এবং ছয়টি বড় ড্রামসহ দুধ তৈরির একটি বিশেষ মেশিন জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে সুজন ঘোষ ওই এলাকায় ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মিনাজ উদ্দীন, এএসআই আবু সুফিয়ান, এএসআই মোঃ ইব্রাহিম খলিল, কনস্টেবল মোঃ জিল্লুর রহমান ও মোঃ ফিরোজ মাহমুদ সহ সঙ্গীও ফোর্সের সহায়ত অভিযান চালিয়ে তার এই কারখানাটি ধ্বংস করে দেয়া হয় এবং তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আরোও জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী জানায় যে, সে এলাকার বিভিন্ন স্থান থেকে দুধ ক্রয় করে মেশিনের সাহায্যে দুধ হতে ক্রিম উঠিয়ে ক্রিম এবং সয়াবিন তেল মেশিনে মিশিয়ে ভেজাল ঘি তৈরি করে। এবং দুধ হইতে ক্রিম আলাদা করার পর পুনরায় দুধের গুনগত মান অর্থাৎ ফ্যাট, যাহাতে সঠিক থাকে সেজন্য তাদের স্টকে থাকা দুধে যে পরিমান ফ্যাটের প্রয়োজন সেই পরিমান ফ্যাট তৈরি করার জন্য দুধ ও সমপরিমান সয়াবিন তেল, জেলি, পানি মিশিয়ে মেশিনের সাহায্যে দুধের পুষ্টি গুনের জন্য ভেজাল ফ্যাট তৈরি করাহয়। দুধের ভেজাল ফ্যাট দিয়ে দুধের পুষ্টি গুন ঠিক রাখে। আসামী দীর্ঘদিন এভেজাল দুধ ও ঘি তৈরি করে আসছিলো। সে প্রতিদিন ২৫০/৩০০ কেজি ভেজাল দুধ বিভিন্ন প্রতিষ্টান সহ এলাকার বাজারে সরবরাহ করে।
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিবির ওসি।