শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

ব্যবসায়ীকে আটকে ব্লাকমেইল করে টাকা আদায়! সাতক্ষীরায় ২ যুবতী আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানকে ব্লাকমেইল করে আটকে রেখে ৩৫ হাজার টাকা আদায়ের অভিযোগে ২ যুবতীকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।

গতকাল রোবার রাত ৯ টার দিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পিছন থেকে ওই দুই যুবতীকে আটক করা হয়। তবে এ সময় পালিয়ে যান চক্রের সাথে জড়িত ৮/১০ জন।

আটক জোসনা খাতুন ওরফে রুমা(২৬) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে এবং মুন্নি(২৫) আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তারা দুজন স্বামী পরিত্যাক্তা। তারা সাতক্ষীরা শহরের একাডেমী মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আবু সাঈদের ছেলে ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় আমার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। আমার কাছ থেকে মাঝে মাঝে তিনি মাছ বাকী নিতেন। এ কারণে তার কাছে আমি ১৩০০ টাকা পেতাম। রোববার বিকালে জোসনা খাতুন ওই ১৩০০ টাকা দেওয়ার জন্য বাড়িতে ডাকেন। আমি বিকাল সাড়ে ৫ টার দিকে একাডেমী মসজিদের পাসে তার বাড়িতে গেলে তিনি আমাকে সোফায় বসতে দেন। আমি সোফায় বসার ২ মিনিট পরেই ৮ থেকে ১০ জন যুবক আমাকে ধরে মারপিট শুরু করে। এক পর্যায়ে আমার হাত বেধে আমার কাছে ২ লাখ টাকা দাবী করেন। ২ লাখ টাকা না দিলে আমাকে ছাড়বেনা বলে হুমকি দেন। এরপর আমাকে ছোট রান্না ঘরের মধ্যে বসিয়ে রাখেন। মাগরিবের নামাজের পর আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন।আমি আকুতি মিনতি করলেও তারা আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।পরে ৩৫ হাজার টাকা চাইলে আমি আমার শালা নুরুর কাছে কল দিয়ে ৩০ হাজার টাকা আনতে বলি। তখন নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসলে ৮/১০ জনের মধ্যে একজন আমার মোবাইল নিয়ে আমার শালক নুরুর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে আসেন। এরপর আমাকে ছেড়ে দেন। পরে আমরা পুলিশকে জানালে সাতক্ষীরা থানার ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক শহীদ মিনারের পিছন থেকে ওই দুই যুবতীকে আটক করেন।

তিনি আরো বলেন, সাতক্ষীরা শহরে এই দুই যুবতীর একটি চক্র আছে। এই চক্রটি সাধারণ মানুষকে ডেকে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেন। আমিও তাদের ব্লাক মেইলের শিকার। আমি এই দুই যুবতীসহ ওই চক্রের সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মাছ ব্যসসায়ীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com