বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

বারি লাউ-৪ এর বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠদিবস পালিত

চন্দন চৌধুরী: বারি লাউ-৪ এর বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনের ওপর কৃষকদের মাঠদিবস পালিত হয়েছে। রোববার(১৩ এপ্রিল) সকালে বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে এই আয়োজন করা হয়।

মাঠদিবসে সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার। এছাড়া শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসা ১২০ জন কৃষক মাঠদিবসে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার বলেন, বারি লাউ-৪ সারাবছর উৎপাদন করা যায় এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশী। বিঘাপ্রতি প্রায় ২০০ মন বারি লাউ উৎপাদন হয়। কৃষকরা এই লাউ চাষে এগিয়ে এলে প্রচুর লাভবান হবেন। কৃষি গবেষণা কেন্দ্রে বারি লাউ-৪ চাষ করা হচ্ছে শুধুমাত্র বীজ উৎপাদনের জন্য। এই বীজ কৃষকদের মাঝে বিতরন করে বীজের চাহিদা পূরন করা হবে।

সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল বলেন, আমরা নিজস্ব মাঠে বারি লাউ-৪ এর বীজ উৎপাদন কর্মসূচি গ্রহন করেছি। এখানে অল্প জায়গাতেই প্রায় ৬০০টি লাউ উৎপাদন হয়েছে। কিভাবে এই লাউ উৎপাদন করতে হয় তা আমরা কৃষকদের শিখিয়ে দিচ্ছি। কৃষকরা এখানে এসে লাউ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। এছাড়া এই লাউ কৃষকদের মাঝে বন্টন করা হবে। সেখান থেকে তারা বীজ সংগ্রহ করেও চাষ করতে পারবে।

এ বিষয়ে কৃষকরা জানান, বারি লাউ তারা আগেও চাষ করেছেন। এর উৎপাদন হয় ভালো। কৃষি গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে এই লাউয়ের বিস্তার ঘটানো যায়। এতে কৃষক এবং ক্রেতা উভয়েই লাভবান হবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com