বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

সুন্দরবনে মধু আহরণ উদ্বোধন করলেন ইউএনও

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: “বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ সকাল ১১ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

শুরুতেই সাংবাদিক মাসুম বিল্লাহ’র শিশু কন্যা রামিছা মালিছা মধু আহরণের গান শুনান। এরপর সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা, বুড়িগোয়ালিনী ইউ পি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার বাবু কল্যাণ ব্যানার্জি। আরো বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম এর পরিচালক গাজী আল ইমরান, মধু ব্যবসায়ী মইনুল ইসলাম, ওয়ার্ল্ড টীম প্রতিনিধি আবু জাফর, পর্যটক ব্যবসায়ী শাহাদাত পলাশ, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাইনুল ইসলাম, সাতক্ষীরা মধু ব্যবসায়ী মাসুদ পারভেজ ও মৌয়াল আবু মুছা প্রমূখ। সভাপতি তার সমাপনী বক্তব্যে ২০২৪ সালের মধু আরণের ও ২৫ সালের মধু আরণের লক্ষ্যমাত্রা প্রকাশ করেন, সাতক্ষীরা রেঞ্জে ২০২৪ বিএলসি’র সংখ্যা-৩৬৪, মধূ আহরনকারীর সংখ্যা-২৪৭১ জন, মধু সংগ্রহ-১২৩৫,৫০ কুইন্টাল, মোম- ৩৭০,৬৫ কুইন্টাল, সরকারি রাজস্ব আদায়- ২৭,৯২,২৩০ টাকা। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা- বিএলসি ৩৭টি,মধু সংগ্রহ- ১৫০০ কুইন্টাল,মোম- ৪০০ কুইন্টাল, মধু আহরণ ১ এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত।

বক্তাগণ মধুতে ভেজাল না দেওয়ার জন্য এবং বন্য আইন মেনে চলার জন্য সকল মৌয়ালদের নির্দেশনা দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com