শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

প্রেক্ষাপট যাই হোক, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকি: যুবদল নেতা আমিন

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকি। বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।
বুধবার (২ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়নের পাতাখালি, গড় কুমারপুর বাজার ও পাখিমারা এলাকায় গিয়ে ঈদ পরবর্তী দলীয় নেতাকর্মীদের ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ-সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সরকার থাকাকালীন সময়ে কৃষি, শিক্ষা, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা কাজ করেছি। আগামী দিনেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবো।
আমিনুর রহমান আমিন বলেন, ঈদ হলো একতা, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব। আমি শ্যামনগরের মানুষকে ধন্যবাদ জানাই, যারা আমাদের ভালোবাসেন এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আগামী দিনেও আমরা জনগণের পাশে থাকবো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করবো।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, সাধারণ সম্পাদক আসবাহার হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, আমিনুর রহমান আমিনের আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করেন। শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে শ্যামনগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com