বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:০২ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক: আশাশুনি শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা সেট বাজার জামে মসজিদ ছওয়াব ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে রমজান তাক্বওয়া শীর্ষক ওইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ শে ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ইফতার মাহফিলে ছওয়াব ফাউন্ডেশন বাংলাদেশ জেনারেল ম্যানেজার আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সাতক্ষীরা জেলার সূরা সদস্য ও আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা আনারুল হক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জয়নাল আবেদীন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান, ইউনিয়ন সেক্রেটারি শাহিনুর রহমান, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ্য ১০০০ রোজাদারকে গরুর গোস্ত, পোলাও, খেজুর, শসা, জুস, পানি, ইফতার করানো হয়।