Jahangir Alam
- ২৩ মার্চ, ২০২৫ / ৮৫ Time View
জাহাঙ্গীর সরদার :
সবাই মিলে করবো কাজ, গড়বো মানবতার সমাজ’- স্লোগানে প্রতিষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২২ রমজান রবিবার (২৩ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আমিনিয়া ফুরকান মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে এ আয়োজন করা হয়।
সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সংগঠনের মাধ্যমে রক্তদানসহ সাতক্ষীরায় বিভিন্ন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহযোগিতা প্রদান করা।
সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের ইফতার। মাহফিলে সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ সাইম বলেন, দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এবার সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আমিনিয়া ফুরকান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সম্মানে ইফতারের আয়োজন করেছি। আমাদের এই সংগঠনটি মূলত স্বেচ্ছায় রক্তদানের একটি সংগঠন। মানবতার সেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো. সহিদ হাসান, মোঃ রায়হান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি রাব্বি, অর্থ সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক শরিফ ইমরোজ, সহ প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, মো. আজহারুল ইসলাম, ব্লাড বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ ব্লাড বিষয়ক সম্পাদক আসিফ হোসেন, ইয়াসিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাসিব বাবু রনিসহ সদস্য শরিফুল ইসলাম, হাফেজ মো. ইসানুর ইসলাম, শওকত হোসেন, কাজী খালিদ হোসেন প্রমূখ।