শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগরে বাস্তভিটার বালু ফেলাকে কেন্দ্র করে ভাই মোশারফ মোড়লের হাতে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কাদের (৬০)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে ২৩ মার্চ ভোর সাড়ে পাঁচটায়। মৃতার ছেলে তৈয়বুর জানান, তার এক চাচা মফিজুল মোড়লের নিকট থেকে জমি ক্রয় করে উক্ত জমিতে বালু ফেলার সমই তার আপন চাচা মোসারফ মোড়ল,অয়েদ মোড়ল ও তার চাচাত ভাইরা তার পিতাকে বেধড় মারমিট করে মারাত্মক জখম করে। সাথে সাথে তাকে শ্যামনগর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ভিটা বাড়িতে বালু ফেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। ভাই ভাইয়ের মধ্যে সমস্যা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি, পরে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।