বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিমুল হোসেন, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় কমিটির উপদেষ্টা দেবি দাস বৈদ্যর দোকানে এ সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবু কাশিনাথ দত্ত, সহ সাধারণ সম্পাদক মাহাবুব শরীফ মুরশেদ ক্যাশিয়ার বিশ্বজিৎ সরদার গোপাল, ক্রীয়া ও সাংস্কৃতি সম্পাদক শিবদাস বৈদ্য, সাধারণ সদস্য অদ্বৈত সরদার, মোঃ সাহেব আলী, ভোলানাথ মন্ডল। এ সময় আলোচনা হয় বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।