বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

কালিগঞ্জে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে করণীয় শীর্ষক কর্মশালা

শিমুল হোসেন, কালিগঞ্জ: কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে করনীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ মার্চ বেলা ১০ টায় উপজেলা অফিসার ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে বাংলাদেশের সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমাতে হবে বিশ্বজুড়ে বর্তমানে প্রতি মিনিটে ১০ লাখ পলিথিনের ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। অপচনশীল প্লাস্টিক বর্জন পরিবেশে ৪০০ বছর থেকে প্রায় ১০০০ হাজার বছর পর্যন্ত টিকতে পারে।

প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্রের নীরব ঘাতক কর্মশালায় ক্ষতিকর দিকগুলো বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত  কুমার  বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার এস আই প্রদীপ রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বাজার কমিটি প্রতিনিধি বৃন্দ।কর্মশালায় বক্তারা বলেন পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনতে হবে। অন্যকে সচেতনতা সৃষ্টিতে ব্যাপারে প্রচার প্রচারনা, ঘটাতে হবে এর বিকল্প ব্যাগ-বস্তা তৈরি এবং বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীদের বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে, প্লাস্টিক পলিথিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও সকলের অভিমত ব্যক্ত করা হয়। সবাই যার যার জায়গা থেকে পলিথিন বর্জন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com