বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে শ্যামনগর সাংবাদিক সমাজের আয়োজনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনবহির্ভূত নানামুখী বাঁধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডিবিসির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল,কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন,সাংবাদিক শেখ আফজালুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী, রিপোটাস প্রেসক্লাবের সভাপতি গাজী ইমরান প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন।সাংবাদিকরা অসত্য ও অন্যায়ের কাছে মাথানত করেনা।সকলকে নীতিমালা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।