জহর হাসান সাগর, তালা: সাতক্ষীরার তালা উপজেলার খলিলল নগর ইউনিয়নে হাজরাকাটী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে (১৭ মার্চ) সোমবার হাজরা কাটি ঈদগা ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাস্টার আমিনুর রহমান খলিল নগর ইউনিয়নের সম্মানিত আমীর মাওলানা আকবর হোসাইন খলিলনগর ইউনিয়নের সেক্রেটারি মহিউদ্দিন সাহেবসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিল নগর ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা রোজার তাৎপর্য গুরুত্ব ফজিলত এবং এ মাসে অধিক ইবাদাত করার জন্য সকলকে আহ্বান করেন।