admin
- ১৬ মার্চ, ২০২৫ / ৭০ Time View
জহর হাসান সাগর, তালা: তালায় জামায়াতে ইসলামের আয়োজনে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রফেসর ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়েতের আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা মোঃ আফতাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত বলেন, পৃথিবীতে সকল সম্পদের ১০০ % মালিক আপনি নন, আপনার টাকায় গরীবের হক আছে, এটা তাদের অধিকার। এটা আল্লাহর আইন। জামায়াতের পক্ষথেকে প্রবন্ধ পাঠ করে শুনান সাতক্ষীরা জেলা জামায়েতের আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল।