বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

সুন্দরবনের গহীনে গাছের ডালে শুয়েছিল বৃদ্ধা! উদ্ধার করলো জেলেরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরা আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনেছি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি গাবুরা ৯নং সোনা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই ছেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়িতে আশার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছে ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তাঁরা সেই নারী কে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে। বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে। এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com