সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

ভোমরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩মার্চ)  আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্নান গাজী ৬নং ভোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গদ্য সংরা জামে মসজিদের পেশ ইমাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নিজামুদ্দিন, সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন খান লালটু এবং যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। সাবেক বিএনপির নেতা ৬ নং ভোমরা ইউনিয় আছাদুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিবুল্লাহ। এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com