বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
নাজমুল আলম মুন্না: আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালা ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি বজলুর রহমান বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি বুধবার অফিস টাইম শেষে বিকাল ৩টার সময় ক্লিনিকের জানালা দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যান।
বৃহস্পতিবার সকাল ৯টার সময় ক্লিনিকে গিয়ে দেখেন সামনের জানালা ভাঙ্গা এবং ভিতরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে। তিনি ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের পানি উত্তোলনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর এবং বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।