সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

যারা চাঁদাবাজি, দখলবাজি, জমি দখল করছে তারা আমার দলের কেউ না: হাবিব

নিজস্ব প্রতিনিধি: তালার ইসলামকাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, বিএনপি নেতা প্রভাষক আনিসুর রহমান, মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল মিঠু, অমল দত্ত, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবনেতা সৈয়দ আজম হোসেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন, জাসাস নেতা ইউপি সদস্য আলামিন ,যুব নেতা জাকির হোসেন, মমিন, আজহারুল, মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন আইন সেবা সহজ করতে পাটকেলঘাটা থানা নির্মাণ করেন। তালা ভায়া পাটকেলঘাটা পর্যন্ত পিচের রাস্তা তৈরি করেন। তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরি করে দ্বিখন্ডিত তালাকে একিভূত করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সে ৭ লাখ মানুষের নামে মামলা দিয়েছে, ১০ হাজার মানুষকে হত্যা, ৭ শত মানুষের গুম করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর মুসলিম-হিন্দু সকল শ্রেণী পেশার মানুষ নির্যাতিত হয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হবো। আগামীতে উন্নয়ন হবে উৎপাদন হবে। আমাদের মনে রাখতে হবে বিএনপি এখনও ক্ষমতায় যায়নি।

আমার দলের অনেকে ক্ষমতায় গেছে ভেবে প্রশাসন যন্ত্র ব্যবহার করে নানা অপকর্ম করছে। যারা চাঁদাবাজি, দখলবাজি, জমি দখল করছে তারা আমার দলের কেউ না। আজকে থেকে ওই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com