Jahangir Alam
- ১১ মার্চ, ২০২৫ / ৩৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই মঙ্গলবার গ্রেপ্তার হন দুতের্তে।
মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি ও আল জাজিরার।
আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতের্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুতের্তের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল কমিউনিকেশন অফিস (পিসিও) জানায়, ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা।
পুলিশের বরাত দিয়ে ফিলিপাইনের সাবেক শ্রমমন্ত্রী বেলো জানান, দুতের্তেকে ফিলিপাইনের পুলিশ হেডকোয়ার্টার ক্যাম্প ক্রেমে নিয়ে যাওয়া হবে।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দুতের্তে।