Jahangir Alam
- ১১ মার্চ, ২০২৫ / ২৯ Time View
অনলাইন ডেস্ক: প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাদের জন্য ‘প্রক্সি ভোটিং’ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব তথ্য জানা ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতির সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ না থাকলেও অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষার কথাও ভাবা হচ্ছিল। এবার প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কি না সে বিষয়ে বিশেষজ্ঞমত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।
গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইংসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে নির্বাচন কমিশনে প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়েছে।