সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ দেড় বছর! বৃদ্ধ পিতা রহমত আলীর মনবেতর জীবন

নিজস্ব প্রতিনিধি: ছেলে প্রায় দেড় বছর নিখোঁজ উপরোন্ত ৭ জনের সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধ রহমত আলীর। মানবেতর জীবন যাবন করছে এ পবিত্র রমজান মাসে। ছেলে হারোনার বেদনায় ও সংসার খরচ তার খুব কষ্টের হয়ে পড়েছে। কেনরকম এক বেলা খেয়ে না খেয়ে দিনতিপাত করছেন তিনি।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরের বাসিন্দা রহমত আলী (৭১) জানান, তার ছেলে কামরুল ইসলাম ফলের ব্যাবসা করতো। সুখের সংসার ছিল তার। আমার ছেলে আলিপুর গ্রামের রহমত আলির সাথে ফলের ব্যাবসা করতো। প্রায় দেড় বছর আগে ঢাকায় ফল কিনতে যেয়ে নিখোঁজ হয়। সেখান থেকে অদ্যবদি তার কোন সন্ধান পায়নি। কামরুলের ছোট ছোট চারটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস নবম শ্রেণীতে পড়ে। মেঝ মেয়ে ফাতেমা তুজ জোহরা তৃতীয় শ্রেণীতে পড়ে। সেজ মেয়ে খাদিজা তুল কোবরা প্রথম শ্রেণীতে ও ছোট মেয়ে আয়শা সিদ্দিকা রয়স এখন তিন বছর। চার সন্তান স্ত্রী ও বৃদ্ধ পিতা মাতা নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধা রহমত আলীর। একদিকে বাচ্চাদের পড়ালেখা অন্যদিকে সংসার সবমিলিয়ে তিনি এখন পাগল প্রায়। অন্যদিকে ছেলে কামরুল যার সাথে ব্যাবসা করতো সেই পার্টনার রহমত আলী মার্কেট থেকে বকেয়া টাকা টাকা তুলে নিচ্ছে। আমাকে একটি টাকাও দিচ্ছে না। কিছু টাকা দিলে আমি কোন রকমে সংসার চালতে পারতাম। প্রতিদিন আমি  বৃদ্ধ বয়সে লোকের কাছে চেয়ে চিন্তে আমার সংসার চলে। সমাজে বৃত্তবান কাছে সাহায্যার আবেদন জানান তিনি। সাহায্য পাঠাতে পারেন ০১৭২৬ ৯৬১২১৪/ ০১৩১২ ৪০২৫৫৪ এই নম্বরে।


আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com