বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

বিরোধের জেরে কালিগঞ্জে মাহমুদ হোসেনের ওপর স’ন্ত্রা’সী হা’ম’লা’র অভিযোগ

শিমুল হোসেন, কালিগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জে মাহমুদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় স্ত্রী মুসলিমা খাতুন ঠেকাতে এলে তাকে ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা।

গতকাল (৯ মার্চ) বিকালের দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদাহ গ্রামে।

এ ঘটনায় ৪ জন উল্লেখ করে এবং অজ্ঞাত ২/৩ নামে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৃত: ফজলু গাজি’র ছেলে মাহমুদ হোসেন (৩০)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আসামীরা হলেন একই গ্রামের মোঃ খলিল গাজীর ছেলে আব্দুর রশিদ (২৮), মৃত খোদা বক্স এর ছেলে সুরাত আলী (৪০), খলিল গাজী’র স্ত্রী জেসমিন বেগম (৫০), সুরাত আলীর স্ত্রী নাজমা পারভীন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো। শত্রুতার এক পর্যায় বাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার বড়, দা, দেশীয় অস্ত্র নিয়ে মাহমুদ হোসেনের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে মাহমুদ হোসেনের ওপর হামলা করে মাহমুদ হোসেনকে মারধরের এক পর্যায় স্ত্রী মুসলিমা খাতুন এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগণ তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে অভিযোগ কারী মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন” বিবাদী আব্দুর রশিদ ক্ষমতার দাপট দেখন। তিনি অনেক খারাপ প্রকৃতির লোক। তারা যে কোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আজ সোমবার (১০ মার্চ) বেলা ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিবাদী আব্দুর রশিদের মামা সাবেক সেনা সদস্য ইয়াসিন আলী আমাকে দেখতে এসে প্রকাশ্যে কয়েকজনের সামনে হুমকি ধামকি দিয়ে চলে যান এবং সেই হুমকির ভিডিও ফুটেজ আছে।পরিশেষে মাহমুদ হোসেন তিনি ন্যায় বিচারের জন্য দাবি জানান বিভিন্ন প্রশাসনের নিকট।

বিষয়টি বিবাদী আব্দুর রশিদের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান, আমি এখন খুব ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো বলে এড়িয়ে যান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com