{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"shape_mask":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ধানদিয়ায় বৃদ্ধার জমি দ’খ’ল, ফলজ গাছ বি’ন’ষ্ট, বাড়িতে হা’ম’লা ও মোটরসাইকেল ভাং’চু’র

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অসহায় বৃদ্ধা আফরোজা বেগমের ৮ শতক জমি জোরপূর্বক দখল ও ৫-৬ গাছ কেটে ক্ষয়ক্ষতি করেছে ওহাব মোড়ল নামের এক ব্যক্তি। এছাড়া বাড়িতে হামলা চালিয়ে ওই বৃদ্ধার ছেলে হাবিবুর রহমানের মোটরসাইকেল সহ ঘরবাড়ী, আসবাবপত্রও ভাংচুর করেছে ওহাব মোড়ল।
ঘটনাটি ঘটেছে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের গড়ের ডাংগা গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধা একই এলাকার মৃত ইয়ার আলীর স্ত্রী।
শুক্রবার (৭মার্চ) সকালে ওহাব মোড়ল তার ছেলেরা কয়েকজন এবং বহিরাগত ১০-১২ জন নিয়ে গাছ কর্তন করে।যার আনুমানিক মূল্য ১,২০০০০/= টাকা
ভুক্তভোগী বৃদ্ধা আফরোজা বেগম জানান, ‘২০২৩সালে আমার বোন রহিমা বেগমের কাছ থেকে ০..০২৬০শতক জমি ক্রয় করেন ওহাব মোড়ল(দাগ-১৯৬, খতিয়ান ১১৪)। পারিবারিক জমি হওয়ায় জমির দাগ নম্বর একই। প্রায় ২৫-৩০বছর আগে আমাদের বাবা না থাকা মাতা এই জমি মেয়েদের মাঝে বন্টন করে দেন। ওহাব মোড়ল আমার বোন রহিমা বেগমের কাছ থেকে ২০২৩ সালে ক্রয় করেন। আফরোজাা বেগমের বৃদ্ধা মা সফুরা বেগম জানান আজ থেকে ২৫- ৩০ বছর আগে মাঠের জমি সহ ভিটা বাড়ীর আংশ আমার বড় মেয়ে রহিমা বেগমকে ভাগ করে দেই। ভিটার অংশ রহিমাকে ১৯৬ দাগর দক্ষিণ পশ্চিম পাশ থেকে রাস্তা বরাবর দেওয়া হয়। আমার কোন পুত্র সন্তান না থাকায় বাকি অংশ আমার মেয়ে আফরোজা বেগমকে নিয়ে উত্তর পশ্চিম সীমানায় রাস্তা বারাবর বসবাস করছি। ভূক্তভুগী আফরোজা আরো জানান একই দাগের জমি হওয়ায় ওহাব মোড়ল আমার বসবাসকৃত স্থান থেকে ০.০২৬০শতক জমি জোর পূর্বক নিতে আসে, যেখানে আমার দুটি ধানের গোলা, খামার, রান্নাঘর, গোয়ালঘর, বহুতল বিশিষ্ট পাকা বাড়ি, এছাড়া আমগাছ, নারিকেল গাছ, জাম গাছ, কাঠাল গাছ, মেহগনি গাছ, বাঁশগাছ, নীমগাছ, কলাগাছ,লেবুগাছ,পেয়ারা গাছ,পেঁপেগাছ আছে। এ কারণে আমি ভূমি প্রতিরোধ আইনে মামলা করি যার নং সিআর১৬৯/২৪ পাটঃ। কিন্তু মামলার স্বাক্ষীদেরকে সাক্ষী না দেওয়ার জন্য বিভিন্ন ভীতি প্রদর্শন করছে, স্বাক্ষী বাক্কারের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করেন। মামলা কেন করেছি বলেই আমার বাড়িতে হামলা করে তছনছ করে এবং আমার ছেলে হাবিবুরের মোটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে সে আমার ৩ শতক জমি জোরপূর্বক কাটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়।
এদিকে ভুক্তভোগী বৃদ্ধার আফরোজার ছেলে হাবিবুর রহমান জানান, তাদের পারিবারিকভাবে বন্টন হওয়া আমানতকৃত ৫ শতক জমি কলারোয়া থানা, বাঁটরা মৌজা(বিএস-৯৫০৭) দাগে মামলা নং মিঃ কেস ০২/২৩ যার রায় আমাদের পক্ষে। ওহাব পরে আবার আপিল করে যার নং মিঃ আঃ ২০/২৪ । মামলা চলা অবস্থায় জোরপূর্বক দখল ও সেখানে থাকা প্রায় ৫-৬ টি গাছ কেটে নষ্ট করেছে ওহাব মোড়ল। এসব গাছের মধ্যে আম, কাঠাল, শিশুগাছ ও মেহগনী গাছ রয়েছে যার মূল্য আনুঃ ১,২০০০০/= টাকা। সে আমাদের হুমকি দিচ্ছে, মাঠেগেলে, বাঁজারে গেলে,রাস্তায় পেলে খুন করবে, অথবা মিথ্যা মামলায় জড়িয়ে দিবে।।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ওহাব মোড়ল অত্যন্ত লোভী, চতুর ও ধূর্ত। জমির প্রতি তার দুর্বলতা রয়েছে। চৌরাস্তা মোড়ে তার একটি খাদ্যের দোকান রয়েছে। এর আগেও সে বিভিন্ন স্থানে জোরপূর্বক জমি, ঘের দখল করেছে। তার একটি ভাড়াটে বাহিনী রয়েছে যার মাধ্যমে সে বিভিন্ন জায়গায় জমি দখল করে।
বিষয়টি নিয়ে ওহাব মোড়লের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই জমি আমার। সুতরাং এখানে জোর করে দখল করার প্রশ্ন আসে না। এছাড়া তাদের বাড়িতে গিয়ে বচসা হলে রাগ নিয়ন্ত্রন করতে না পেরে একটি পুরাতন ভাঙাচোরা মোটরসাইকেল আমি ভেঙে দেই’। তবে আমানতকৃত জমিতে গাছ কাটার বিষয়টি এড়িয়ে যান ওহাব মোড়ল।
ভুক্তভোগী বৃদ্ধা আফরোজা ও তার পরিবার এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।