সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
এসএম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোছাঃ রনী খাতুন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ,শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়।
অনুষ্ঠানে ৫ জন নারী কে বিশেষ সময়ে নারী ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।