বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

ভারতের দমদম জেলখানায় বাংলাদেশীর মৃ’ত্যু! সমবেদনা ইউএনও’র

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আশরাফ হোসেন (৪৮) শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। অসুস্থ তার কারনে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানিয়েছেন।

আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনৃপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদন্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতে পারার মধ্যে ৭ মার্চ তার মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না বলেও তিনি দাবি করেন।
এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা সামগ্রী নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: সুব্রত কুমার। স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে। মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com