সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আসিফের পরিবারকে ইফতার উপহার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা।
শনিবার (৮ মার্চ) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের তামীম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাকিবুল ইসলাম প্রমুখ।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে তালবেতাল বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ সকল শহীদের মতো জীবন দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সাধারণ শিক্ষার্থী ও জনগণের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।”
নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যরা বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com