শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল

কে এম আনিছুর রহমান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও দলের মহাসচিবসহ আমাদের দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃলমূল নেতাকর্মী কেউ ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি আরও বলেন, কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আমার মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। এছাড়া উপজেলার ৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে ওই মামলায় সাজা দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আল্লার রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পারেছি। এমনকি ওই মিথ্যা মামলায় আমাকে একটি পাঠে হাইকোট খালাস দিয়েছেন। তালা-কলারোয়া আসনে ভোট করতে পারবো ইনশাল্লাহ। আগামী নিবার্চনে আমাকে ধানের শীষে ভোট দিবেন। যদি পাশ করতে পারি তাহলে তালা-কলারোয়ার অসমাপ্ত কাজ গুলো করতে পারবো বলে আশি করি। তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপরও অত্যাচার করেছে। কোনো জায়গায় সভাসমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বজলুর রহমান, উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, রবিউল ইসলাম, যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দীন পারভেজ, যুবদল নেতা আব্দুল মজিদ, মোজাফ্ফার হোসেন, কৃষক দলের আহবায়ক মাস্টার
মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন
বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনজুর হোসেন,যুবনেতা টুকু, বিএনপি নেতা প্রভাষক আব্দুল জব্বার, আব্দুল মাজেদ, মনি, শফিকুল ইসলাম, হজরত দফাদারসহ শতশত নেতাকমর্ী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আনিছুর রহমান ও জাকির হোসেন।

এরআগে প্রধান অতিথি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
জুম্মা নামাজের পর ব্রজবক্স দাখিল মাদ্রাসা মাঠে বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব সরদারের জানাজা নামাজ আদায় করেন। পরে তিনি কারাগারে থাকাকালীন সময়ে দেয়াড়া ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাকর্মী ছলিমপুর গ্রামের মহিদুল ইসলাম, আতিয়ার রহমান, খোরদো গ্রামের যুবদল নেতা আক্তারুলের পিতা নিছার আলী, পাটুলিয়া গ্রামের তুহিন মেম্বরের পিতা জনাব আলী এবং চাচা ছবেদ আলী, বড় খোরদো গ্রামের প্রাক্তন এমপি আতিয়ার রহমান ও একজন বিএনপি নেতা, পুলিশের গুলিতে নিহত আনিছুর রহমান, দেয়াড়া গ্রামের আলি মেম্বর ও কবিরুল ইসলামের পৃথকভাবে বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com