সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে শ্যামনগরে কৃষকদের মাঠদিবস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করা এবং উপকূলীয় এলাকায় বারি সুর্যমুখী-৩ জাতের উৎপাদন প্রযুক্তির ওপর কৃষকদের মাঠদিবস পালিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের এজেন্সী প্রোগ্রাম ডাইরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফারুক হোসেন ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শিহাব উদ্দীন খাঁন। এছাড়া স্থানীয় কৃষকরা মাঠ দিবসে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- লবনাক্ত এলাকায় কৃষিপণ্য উৎপাদনে প্রতিবন্ধকতা উপেক্ষা করে লবন সহিষ্ণু জাতের বারি সূর্যমুখী-৩ জাতের সূর্যমুখী চাষ করা হচ্ছে। এটি কৃষি গবেষণা কেন্দ্রের দীর্ঘদিনের চেষ্টার ফলে সম্ভব হয়েছে। বিগত দিনে সূর্যমুখীর তেল বিক্রি করে কৃষকরা লাভবান হয়েছেন। এছাড়া এই তেলে ওমেগা-৬ এবং ওমেগা-৯ রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক রাখতেও এই তেল ভালো কাজ করে। তাই কৃষকরা সরিষার পরপরই সূর্যমুখীর চাষ করলে অর্থনৈতিকভাবে লাভবান হবার পাশাপাশি স্বাস্থ্যও ঠিক থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com