সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

সাংবাদিকদের সম্মানে সাতক্ষীরা শহর ছাত্রদলের ইফতার  

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের কফিভিলায় সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত সাংবাদিকদের স্বাগত জানিয়ে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে তারা যে নিরলস ভূমিকা রাখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে অংশ নেন বৈশাখী টেলিভিশনের শামীম পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের আবুল কাশেম, বাংলাভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার মো. আসাদুজ্জামান, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, এনটিভির এস এম জিন্নাহ, দৈনিক রানার ও দ্য এডিটরসের শহীদুজ্জামান শিমুল, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সংবাদ প্রকাশের রেজাউল করিম, সুপ্রভাত সাতক্ষীরার মফস্বল বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সোহরাব হোসেন, ভয়েস অব টাইগারের মিলন বিশ্বাস প্রমুখ।
ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের তামীম রশিদ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com