বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

দুমকিতে ইটভাটা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতের উপর হা’ম’লা

সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় অবৈধ “ফেমাস ব্রিকস” ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়ের সাথে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায়, বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন গড়ে ওঠা “ফেমাস ব্রিকস” নামের ইটভাটায় ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে মালিক পক্ষ তাদের উপর হামলা চালায়।

সূত্র জানায়, গত বছর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে কোনো রকম কাগজপত্র (লাইসেন্স) এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নদীর পাড়ে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা হয়েছিল এই ইটভাটা। মাস দুয়েক আগে ভ্রাম্যমান আদালত জরিমানা করে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু ইটভাটাটি বন্ধ না হওয়ায় আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়েই প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করলে তারা বাধা দিয়েছেন। এছাড়া প্রশাসনের লোকজন চাঁদা দাবি করেছে বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আখতার নিলয় মুঠোফোনে জানান, অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সাংবাদিকদের জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com