সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, এলাকার মানুষের জন্য দলমত নির্বিশেষে আমি কাজ করতে চাই। কোন নিরীহ বা নির্দোষী মানুষ যেন মামলা বা অন্য কোনভাবে হয়রানীর শিকার না হয় সেজন্য আমি যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছি। আমি এ এলাকার সন্তান। এলাকার মানুষের উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিতে চাই। বৃহষ্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজবাড়িতে আয়োজিত এক ইফতার মাহ্ফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট আবুল খায়ের, এ্যাডভোকেট তৌফিক আহম্মেদ, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাত হোসেন হীরা ও জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এবং এলাকার হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।