সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাত।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারা উপজেলা সদরের নকিপুরসহ কয়েকটি বাজার মনিটরিং করেন। এসময় কাঁচামাল ও সজবী বাজার থেকে শুরু করে তেল পেয়াঁজের পাশাপাশি মুদি দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। তবে মুরগী কিংবা মাংস বিক্রয়ককারী প্রতিষ্ঠানগুলোর কোথাও কোন মুল্য তালিকার অস্থিত্ত না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন। একই সাথে বাজার ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেন প্রতিটি ব্যবসায়ীকে দোকানে মুল্য তালিকা টানানোর ক্ষেত্রে উৎসাহিত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্থা তুষার মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সব্রুত বিশ্বাস, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, উৎপল মন্ডল প্রমুখ।