সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিমুল হোসেন, কালিগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট- বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ মার্চ ২০২৫) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ, আলিম আল রাজি টোকন, ফেরদাউস মোড়ল, উপজেলা স্যানিটারী কর্মকর্তা সুবাহান আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফূ,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখসহ বাজার কমিটি ও মাংস বিক্রেতা উপজেলার সকল ব্যবসায়ী ব্যক্তিবর্গ।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, উপজেলা প্রতিটা বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সহ বাজার কমিটি ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।পবিত্র রমজানে যেন কোন গ্রাহকের কষ্ট না হয় সমস্ত পণ্য সাধ্যের মধ্যে রাখতে হবে, দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করা যাবে না। এ ব্যাপারে প্রত্যেক বাজার কমিটি, সচেতন নাগরিকদের বাজারের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারে এ ব্যাপারে সর্বদা মনিটরিং করা হবে বলেন তিনি।