শনিবার, ১৯ Jul ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঢাবিতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদীন সাদি। শুক্রবার (৬ মার্চ) বিকেলে পরীক্ষার ফলাফলে বি ইউনিটে ১৩৪৯ মেধা তালিকায় স্থান পায় সে।
সুহাইল মাহদীন সাদি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুস ছালেকের ছেলে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে ২০০১ সালে এসএসসি ও বীরশ্রেষ্ঠ মুন্সিসি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে ৪.৯২ পেয়ে ২০২৪ সালে এইচএসসি উর্ত্তীণ হয় মাহদিন।
সুহাইল মাহদীন সাদি বলেন, অনেক স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আমি মেধা তালিকায় সুযোগ পেয়েছি। লেখাপড়া শেষ করে ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকতে চাই। এছাড়া ব্যবসা করবো।