মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) শেখ আব্দুস সাত্তার তার কার্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকল স্টাফদেরকে হুঁশিয়ারি করে দেন।
জনগণ ও সাধারণ বিচার প্রার্থীদেরকে অবগতি করার জন্য তিনি ৪ মার্চ মঙ্গলবার বেলা ১ টার সময় তার কার্যালয় দুর্নীতিমুক্ত রাখার জন্য অফিসের দরজায় ‘সাতক্ষীরা পিপি অফিসে কেউ কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না। কেউ আমার নাম করে কোন প্রকার অর্থ দাবি করিলে আমাকে (পিপিকে) কে জানাবেন। তাহার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’ এমন লেখা পোস্টার পি,পি শেখ আব্দুর সাত্তারকে নিজে হাতে দেয়ালে বা দরজায় মারতে দেখা যায়।
এ বিষয়ে পিপি শেখ আব্দুস সাত্তার বলেন, আমি সাতক্ষীরা জজ আদালতে পিপি নিয়োগ হওয়ার পর থেকে আমি কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। কোন আসামির পক্ষের দ্বারা আমি প্রভাবিত হয় নি। আমি যতদিন এই দায়িত্বে থাকবো আমাকে কেউ কোনভাবেই প্রভাবিত করতে পারবেন না এবং আমার অফিস স্টাফদেরকে দুর্নীতিমুক্ত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি করে দিয়েছি।
তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য সাতক্ষীরায় সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা প্রয়োজন।