নিজস্ব প্রতিনিধি: “নিজের কাজ নিজে করি, সুন্দর একটি সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবামূলক সংগঠন ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’ এর এক বছর মেয়াদি ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. আব্দুস সাত্তার পলাশ স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি মো. সাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম আলী।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, জি এম কোপাত রানা, মো. নুরুল আমিন, রুম্মান হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, আলী হামজা, এস এম সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আনোয়ার সোহাগ, সহ-সংগঠনিক সম্পাদক জে এইচ সিফাত খান, দপ্তর সম্পাদক নাইম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নেহাল, মহরম হাসান মাহিম, অর্থ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
প্রচার ও মিডিয়া সম্পাদক দৈনিক মানবজমিন ও পত্রদূতের এসএম বিপ্লব হোসেন, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিরাজ মুন্সী, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. আজমীর হোসেন পলাশ, সহ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শেখ ওহিদুজ্জামান বুলবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, সহ-মানবাধিকার সম্পাদক মো. আমিনুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান উষা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোকেয়া খাতুন মাহি, শিক্ষা সম্পাদক মো. সামিউল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ।
২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ ও কার্পেট বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও পোশাক বিতরণ, অসহায় ও দরিদ্র পরিবারের জন্য মাসিক খাদ্যসামগ্রী বিতরণ, বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
নবগঠিত কমিটি আগামীতেও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয়ে কাজ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।