বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩মার্চ (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-বয়ারসিংহ গ্রামের সুভাষ হাউলীর পুত্র দেবল হাউলী।

তিনি লিখিত অভিযোগে জানান, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের কার্তিক হাউলীর পুত্র বাবু রাম, বয়ারসিংহ গ্রামের মোংলা হাউলির পুত্র রামপদ, একই গ্রামের সদানন্দ হাউলীর পুত্র সুভাষ। আটুলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া মৌজার ২২২ নং খতিয়ানে ৫৭৫ ও ৫৭৬ হাল দাগ ২৩০২ জমির পরিমান ১.৬৫ একর জমি রেজিষ্ট্রী পাওয়ার নামা মূলে মিজানুর রহমানকে ২০০৯ সালে দখল স্বত্ব বুঝে দেয়। সে অবধি মিজানুর রহমান ভোগদখল করে আসছে। বর্তমান তাকে দখল থেকে উচ্ছেদ করে পাওয়ার নামা অন্যায়ভাবে বাতিল করতে না পারে এবং অন্যায় ভাবে জোর পূর্বক ভোগদখল থেকে বঞ্চিত করতে না পারার প্রশাসনের সহায়তা চান। একই দাগ খতিয়ানে জমির পরিমান ২.৯৩ একর ও.৮০ একর মোট ৩.৭৩ একর জমি বয়ারসিংহ গ্রামের সুভাষ হাউলীর পুত্র দেবল হাউলী ও অনিল কৃষ্ণ মন্ডল এর পুত্র সঞ্জয় মন্ডল পৈত্রিক সূত্রে অংশিদার। বয়ারসিংহ গ্রামের নৃপেন্দ্র হাউলীর পুত্র অশ্বিধর হাউলী তেজেন্দ্র নাথ হাউলীর পুত্র প্রষাদ হাউলী, প্রশান্ত হাউলী ও প্রদীপ হাউলী এবং মৃত কার্ত্তিক হাউলীর পুত্র বাবুরাম হাউলী, নির্মল হাউলী, দেবব্রত হাইলী দলবদ্ধ হয়ে উক্ত দেবল হাউলী ও সঞ্জয় মন্ডলের স্বত্ব দখলীয় ৩.৭৩ একর জমিতে দখলচ্যুত ও অধিকার থেকে জোর পূর্বক দখল করার অপচেষ্টা চলছে। সোয়ালিয়া গ্রামের শহিদুল গাজীর পুত্র তৈয়েবুর রহমান বিষয়টি নিরসনের জন্য তাদেরকে ডেকেছিল। কিন্তু তারা না এসে তৈয়েবুরের রহমানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে। এ সময় জমির পাওয়ার নামা প্রাপ্ত মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তারা অন্যায়ভাবে জমি বা ঘের জবর দখল করতে না পারে সে দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com