সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শাহ্ হিরো, কয়রা: খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৩ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের একটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে কোনো শিক্ষার্থী বা শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “ঘটনাটি খুবই দুঃখজনক। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু শিক্ষাসামগ্রী পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে এবং শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।