সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: প্রেসক্লাব গোপালগঞ্জে ৪৯ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য সভাপতি জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব এস এম সাব্বির হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, বুলবুল আলম বুলু সহ-সভাপতি দৈ: জনাভূমি, মোঃ সেলিম রেজা সহ-সভাপতি আনন্দ টিভি ও দৈ: নয়াদিগন্ত, মিজানুর রহমান মানিক সহ-সভাপতি দৈ: আমার বার্তা দৈ: আমাদের অর্থনীতি, জয়ন্ত শিরালী যুগ্ম-মহাসচিব সময় টিভি, আরিফুল হক আরিফ যুগ্ম-মহাসচিব মাই টিভি, আব্দুল্লাহ আল মামুন যুগ্ম-মহাসচিব আর টিভি সাংগঠনিক সচিব, এস এম বদরুল আলম দৈ: ভোরের রানার সহ-সাংগঠনিক সচিব, ইমরুল কাদির সবুজ দৈ: কালান্তর, পলাশ সিকদার দৈ: বাংলাদেশের খবর দপ্তর-সচিব, মোঃ হাচানুল বান্না অর্থ-সচিব দৈ: দেশ সংবাদ প্রচার ও প্রকাশনা সচিব, সৈলেন্দ্রনাথ মজুমদার দৈ: গ্রামের কাগজ তথ্য ও প্রযুক্তি সচিব দৈ: আজকের প্রত্রিকা, শেখ জাবেরুল ইসলাম, দুলাল চন্দ্র বিশ্বাস সাহিত্য ও সাংস্কৃতিক দৈ: প্রতিদিনের সংবাদ, মাসুদ পারভেজ ক্রীড়া সচিব মোহনা টিভি, এস কে এম মাহবুবুর রহমান, ধর্ম সচিব দৈ: যুগকথা সমাজকল্যাণ সচিব, এম এম সাবেত আহম্মেদ মাছরাঙ্গা টিভি, সাজ্জাদ হোসেন পাঠাগার সচিব দৈ: আমার সময়, রবীন্দ্রনাথ অধিকারী নির্বাহী সদস্য দৈ: সংবাদ, সিকদার হুমায়ূন কবির নির্বাহী সদস্য দৈ: মুক্ত খবর, নীতিশ চন্দ্র বিশ্বাস নির্বাহী সদস্য দৈ: জনকন্ঠ এন টিভি, মাহবুব হোসেন সারমাত নির্বাহী সদস্য এন টিভি, চৌধুরী হাসান মাহমুদ নির্বাহী সদস্য এটিএন বাংলা, মোঃ কামরুল হাসান নির্বাহী সদস্য দৈ: সোনালী খবর, নুতন শেখ নির্বাহী সদস্য দৈ: প্রথম আলো, মেহেদী হাসান নির্বাহী সদস্য বিটিভি, সৈয়দ অসিকুজ্জামান সদস্য দৈ: অর্নিবাণ, এ জেড আমিনুজ্জামান রিপন সদস্য দৈ: ভোরের বানী, শামীম আহম্মেদ সদস্য দৈ: ঢাকা প্রতিদিন, মনির মোল্লা সদস্য দৈ: নাগরিক ভাবনা, মোঃ মিল্টন খান সদস্য দৈ: সমাচার, মোঃ রাজীব বিশ্বাস সদস্য দৈ: বাঙ্গালী খবর, রণি আহম্মেদ সদস্য দৈ: নয়াদিগন্ত, শেখ তৈয়াবুর রহমান রাসেল সদস্য দৈ: দেশেরপত্র, মোঃ মিজু বিশ্বাস সদস্য দৈ: আধুনিক বাংলা, আরমান খান জয় সদস্য দৈ: যুগের সাথী, আজিজুর রহমান টিপু সদস্য এসএ টিভি, ফকির মিরাজ আলী শেখ সদস্য এশিয়ান টিভি, মোঃ শিহাব উদ্দিন মোল্লা সদস্য দৈ: আলোকিত প্রতিদিন, মোঃ মারুফ মোল্লা সদস্য দৈ: দেশকালের কাগজ, মনোয়ার হোসেন রাজু সদস্য দৈ: মানবাধিকার, হেমন্ত বিশ্বাস সদস্য দৈ: ভোরের পাতা, কাবিল মিয়া সদস্য দৈ: লাল সবুজের দেশ, আল মামুন রানা সদস্য দৈ: সোনালী কণ্ঠ, সচিবুর রহমান নিমাজ সদস্য দৈ: খুলনাঞ্চল, মুরাদ বিশ্বাস সদস্য দৈ: টেকেরহাট, ইমাম হাসান বাপ্পী সদস্য দৈ: বর্তমান খবর, পারভেজ লিপু সদস্য দৈ: স্বাধীন মত।