আজ শনিবার ভোরে কলারোয়া উপজেলার আহসাননগর এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলেগাজীর ছেলে।
এলাকার প্রতিবেশী ও পরিবারের লোকজন জানান, আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত. বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের বাড়ীতে থেকে লেখাপড়া করতো।
গতকাল আজ শনিবার রাত সাড়ে ১২ টার দিকে খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করতে থাকলে সে কোন সাড়া দেননি। পরে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঝুলছে। ঘরের দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে।
প্রতিবেশীরা জানান, শিমুলের অর্থনৈতিক ঝামেলা থাকার কারনে তার ছেলে সাঈদ ফুফার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো। তবে মোটরসাইকে কিনে না দেওয়ার কারনে সম্ভবত সে অভিমান করে আত্মহত্যা করেছে।
কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আঃ রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।