সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

পবিত্র রমজান উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এসভি ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, আর কার্যক্রম পরিচালিত হয় সাংগঠনিক কর্মকর্তা আবু তাহেরের দিকনির্দেশনায়।

উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। চলমান মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিশেষ করে রমজান মাসে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।”  আবু তা‌হের ব‌লেন, উদারতা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।  সভাপ‌তি সমাপনী বক্ত‌ব্যে বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”উদারতা যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল  নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা রমজান মাসে তাদের কিছুটা স্বস্তি দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, দেলোয়ার, সোহেল, রুহান, হারান, আলামিন, ফুয়াদ, নুরআলম, আরিফ বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান, আর সমগ্র কার্যক্রম পরিচালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান ও মইনুর ইসলাম। রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com